
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : জেলার পুঠিয়া উপজেলায় নিজ ঘর থেকে সন্ধ্যা খাতুন (১৭) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সন্ধ্যা উপজেলার জয়পুর গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে। সে পুঠিয়ার জামিরা ডিগ্রি কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্রী ছিল।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়া সন্ধ্যার পরিবারের বরাত দিয়ে বলেন, রোববার সকালে অনেক ডাকাডাকির পরও ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা সন্ধ্যার ঘরের দরজা ভাঙেন। এ সময় তারা দেখেন- ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সন্ধ্যার লাশ ঝুলছে। পরে এলাকার লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
ওসি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহনন বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।