পুতিনকে মনোযোগ ঘোরাতে বলেছেন ট্রাম্প

‘বুরেভেস্তনিক’ নামের পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার (২৬ অক্টোবর) দাবি করেন, সীমাহীন পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি তারা সফলভাবে তারা পরীক্ষা করেছেন।

ওই বিষয়টি এড়িয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে পুতিনকে ক্ষেপণাস্ত্র থেকে মনোয়োগ সরিয়ে নিতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প চান, পুতিনের এখন উচিত ৪ বছর ধরে চলা যুদ্ধ শেষ করা।

সোমবার এয়ার ফোর্স ওয়ানে থাকা অবস্থায় সাংবাদিকদের তিনি বলেন, ‘তার (পুতিনের) উচিত যুদ্ধটা (ইউক্রেনে) শেষ করা। যে যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা, তা এখন প্রায় চার বছরে পা দিচ্ছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার বদলে তার উচিত যুদ্ধ বন্ধে মনোযোগ দেওয়া।’

ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর তিনি দ্রুত ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন। তবে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতা সত্ত্বেও মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনায় তেমন অগ্রগতি হয়নি।

এদিকে রুশ বাহিনী ধীরে ধীরে হলেও ইউক্রেনে অগ্রসর হচ্ছে। কিয়েভের প্রতিরক্ষা ভেদ করতে তাদের লড়াই অব্যাহত রয়েছে।

গত সপ্তাহে ট্রাম্প ও পুতিনের মধ্যে এক ফোনালাপের পর মস্কো ও ওয়াশিংটন যৌথভাবে ঘোষণা দিয়েছিল যে দুই দেশের নেতাদের মধ্যে বুদাপেস্টে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বুধবার ট্রাম্প ঘোষণা দেন, বৈঠকটি আপাতত স্থগিত করা হচ্ছে।

একই দিনে যুক্তরাষ্ট্র রাশিয়ার দুটি প্রধান তেল কোম্পানি—রসনেফট ও লুকঅয়েল—এর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পুতিন বলেন, এটি একটি ‘অমিত্রসুলভ পদক্ষেপ।’ এরপর আবারও অনিশ্চয়তার মুখে পড়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিণতি।