আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলে সাইবার হামলায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই জড়িত ছিলেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজের দুই মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা বেন রহডস বলেছেন, সরকারের বিভিন্ন কার্যক্রমের ওপর পুতিনের কঠিন নিয়ন্ত্রণ রয়েছে। এতেই বোঝা যায় হ্যাকিংয়ের বিষয়টি তিনি জানতেন।
রহডস বলেন, ‘রাশিয়া কীভাবে পরিচালিত হয় এবং পুতিন কীভাবে সরকারকে নিয়ন্ত্রণ করেন এসব বিষয় সম্পর্কে আমরা সবই জানি। এতেই ইঙ্গিত করে, এ ধরণের গুরুত্বপূর্ণ সাইবার হামলার বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায় অবহিত ছিল। শেষ পর্যন্ত রাশিয়ার সরকারের যে কোনো কর্মকাণ্ডের জন্য ভ্লাদিমির পুতিনিই দায়ী।’
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জশ আর্নেস্ট বলেছেন, এটা প্রায় নিশ্চিত পুতিন এতে জড়িত ছিলেন।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সাইবার হামলার বিষয়ে পুতিনের সরাসরি সংশ্লিষ্টতার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণ আছে।
তবে ওয়াশিংটনের এসব বক্তব্য প্রত্যাখান করেছেন মস্কো। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এনবিসির প্রতিবেদনকে ‘হাস্যকর বাজে মন্তব্য’ বলে দাবি করেছেন।