পুতিন সুন্দর কথা বলেন কিন্তু প্রতিদিন সন্ধ্যায় বোমা মারেন: ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সুন্দর করে কথা বলেন কিন্তু প্রতিদিন সন্ধ্যায় অন্য দেশে বোমা মারেন’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ কারণেই ইউক্রেনকে রক্ষার জন্য তিনি দেশটিতে মার্কিন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ‘প্যাট্রিয়ট’ পাঠাবেন বলে জানিয়েছেন।

ট্রাম্প ইউক্রেনে কতোগুলো প্যাট্রিয়ট পাঠাবেন তা জানাননি, কিন্তু এসব ক্ষেপণাস্ত্রের মূল্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পরিশোধ করবে বলে জানিয়েছেন তিনি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরুর প্রচেষ্টা চালিয়েছিলেন ট্রাম্প, কিন্তু পুতিনের কারণে তা শুরু করা যায়নি। এতে রাশিয়ার নেতাকে নিয়ে ক্রমশ হতাশ হয়ে ওঠেন ট্রাম্প।

রোববার মার্কিন সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওস এ বিষয় সম্পর্কে জ্ঞাত দুই কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, ট্রাম্প তার আগের অবস্থান থেকে সরে গিয়ে ইউক্রেনকে আক্রমণাত্মক অস্ত্রে সজ্জিত করার একটি পরিকল্পনা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। রয়টার্স অ্যাক্সিওসের ওই প্রতিবেদন তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।

সম্প্রতি রাশিয়া প্রায় প্রতিদিন ইউক্রেনের শহরগুলোতে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে। এসব হামলা প্রতিহত করতে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির দক্ষিণপূর্বে সামরিক ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা তাদের প্যাট্রিয়ট পাঠাবো, যেগুলো তাদের খুব প্রয়োজন, কারণ পুতিন সত্যি বহু মানুষকে বিস্মিত করে দিয়েছেন। তিনি সুন্দর কথা বলেন আর তারপর সন্ধ্যায় সবার ওপর বোমা মারেন। কিন্তু এতে একটু সমস্যা আছে। আমি এটা পছন্দ করি না।

তিনি বলেন, আমরা মূলত তাদের বিভিন্ন ধরনের অতি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম পাঠাতে যাচ্ছি। এগুলোর জন্য তারা আমাদের শতাভাগ অর্থ দেবে আর তাই আমরা এগুলো দিতে চাইছি।

ইউক্রেন ও অন্যান্য সমস্যা নিয়ে আলোচনার জন্য ট্রাম্প চলতি সপ্তাহে নেটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন।