
জেলা প্রতিনিধিঃ শেরপুরের নকলা উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর হাসমত আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ মার্চ) বিকেলে পুত্রবধূর করা মামলায় শ্বশুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসমত আলী উপজেলার পাঠাকাটা কুড়েরপাড় এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ জানায়, হাসমত আলীর ছেলে ঢাকায় কাঁচামালের ব্যবসা করেন। কয়েক মাস পরপর বাড়ি আসেন। এ সুযোগে ৬ মার্চ পুত্রবধূকে ধর্ষণ করেন হাসমত আলী। রোববার রাতে পুত্রবধূ থানায় মামলা করেন। সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, পুত্রবধূর করা মামলায় শ্বশুর হাসমতকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ডাক্তারি পরীক্ষার জন্য পুত্রবধূকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।