
ময়মনসিংহ প্রতিনিধিঃ গতকাল বুধবার (১৭ মে) ময়মনসিংহের ফুলপুরে রাতে সড়ক দুর্ঘটনায় ছেলের সামনে শামছুন্নাহার নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায় ফুলপুরের চর সল্পা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও, তারাকান্দা উপজেলার চক ঢাকিরকান্দা গ্রামের ফজলুল হকের পুত্র নজরুল ইসলাম তার নবজাতক সন্তানকে দেখাতে মা শামছুন্নাহারকে নিয়ে মোটরসাইকেল যোগে হালুয়াঘাট উপজেলার বাখাইতলা গ্রামের শ্বশুরবাড়ীতে যাচ্ছিল। রাত ৮টায় দিকে ফুলপুর সদরের খড়িয়া ব্রিজে পৌঁছলে ময়মনসিংহগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তার মা রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় এবং ছেলে নজরুল ইসলাম আহত হয়। এ সময় রাস্তার দু’পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং যান চলাচল স্বাভাবিক করে।