পুরনো ছন্দে ফারিয়া

উপস্থাপনা দিয়ে শোবিজে পা রেখেছিলেন নুসরাত ফারিয়া। অনেক আগেই পা রেখেছেন বড় পর্দায়। অভিনয় দিয়ে জয় করেছেন কোটি ভক্তের মন। তবে নানান ব্যস্ততায় সেই উপস্থাপনাতেই আজকাল সময় দিতে পারেন না তিনি।

কিন্তু দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী আবারো ফিরছেন উপস্থাপনায়। আসছে রমজান মাসজুড়ে রোজার বিশেষ একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি। ‘কুইক রেসিপি’ নামের সেই অনুষ্ঠানে সুস্থ এবং ফিট থাকার জন্য বিভিন্ন খাবার রান্নাসহ পরামর্শ দেবেন ফারিয়া। অনুষ্ঠানে তার সঙ্গে প্রতি পর্বে অতিথি হয়ে আসবেন একজন শেফ। একজন শেফ ১০দিন করে মোট তিনজন শেফ অনুষ্ঠানটিতে ফারিয়ার অতিথি হবেন।

সর্বশেষ ১ বছর ১১ মাস ১৬ দিন আগে মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন ফারিয়া। এরপর আর কোনো অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যায়নি তাকে।

এই প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘পুরো রমজান মাসজুড়ে এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে স্বাস্থ্য ভালো রাখার, ফিট থাকার সব রেসিপি দেব। আমার বিশ্বাস রোজাদাররা এটা বেশ উপভোগও করবেন।’

এরইমধ্যে এই অনুষ্ঠানের ৮টি পর্বের রেকর্ডিং হয়ে গেছে বলেও জানান ফারিয়া।