পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ড: স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় যা উঠে এলো

রাজধানীর পুরান ঢাকার ব্যস্ততম এলাকায়, মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯)। শুধু পিটিয়ে নয়, তার মাথা ও শরীর ইট-পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয়, এমনকি একপর্যায়ে বিবস্ত্র করেও আঘাত করা হয়। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ, মামলা, স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে এমনই ভয়ংকর চিত্র।

ঘটনা ঘটে গত বুধবার (৮ জুলাই) সন্ধ্যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ৩৯ বছরের লাল চাঁদকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘সোহান মেটাল’ থেকে টেনেহিঁচড়ে বের করে রড, দা, লাঠি, ইট ও কংক্রিটের টুকরা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একদল যুবক। তাকে মিটফোর্ড হাসপাতালের ভেতর টেনে নেওয়ার পর আবারও আঘাত করা হয়। এরপর তার শরীরের ওপর লাফিয়ে হত্যাকাণ্ড নিশ্চিত করে হামলাকারীরা চলে যায়।

এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার (৯ জুলাই) একটি মামলা হয়েছে। নিহতের বোন মঞ্জুয়ারা বেগম (৪২) মামলাটি করেন। লাল চাঁদ হত্যাকাণ্ড: কোতোয়ালি থানায় মামলা, ৩৪ জনকে আসামি

রাজধানীর বংশালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম (৪২) বাদী হয়ে মামলাটি করেন। এতে নাম উল্লেখ করে ১৯ জন এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫–২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, লাল চাঁদ দীর্ঘদিন ধরে বংশালের রজনী বোস লেন–সংলগ্ন মসজিদের পাশে ভাঙারি ব্যবসা করতেন। ব্যবসায়িক দ্বন্দ্ব ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে তার বিরোধ চলছিল। এর আগেও আসামিরা তার দোকানে তালা দিয়েছিলেন এবং ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়ার হুমকি দিয়েছিলেন।

ঘটনার দিন বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নাম উল্লেখ থাকা আসামিসহ ৩০–৪০ জন লাল চাঁদের দোকানে হামলা চালান। তারা ধারালো দা, লোহার রড, লাঠি, প্লাস্টিকের পাইপ, সিমেন্টের ব্লক, ইট ও পাথরের টুকরো দিয়ে হামলা চালিয়ে লাল চাঁদকে দোকান থেকে টেনে বের করে মারধর করেন। পরে তাকে টেনেহিঁচড়ে মিটফোর্ড হাসপাতালের ভেতরে নেওয়া হয়, যেখানে এলোপাতাড়ি আঘাতের মাধ্যমে তাকে গুরুতর জখম করা হয়।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে হামলাকারীরা তাকে বিবস্ত্র করে রাস্তার ওপর ফেলে দেয়। সেখানে রক্তাক্ত অবস্থায় নিস্তেজ হয়ে পড়লে তাকে ড্রেনের পাশ থেকে টেনে পাকা রাস্তায় ফেলে দেওয়া হয়। মৃত্যুর পর হামলাকারীরা উল্লাস প্রকাশ করে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সেখানে দেখা যায়, নিথর লাল চাঁদের ওপর কয়েকজন ব্যক্তি ইট ও কংক্রিট ছুড়ে মারছে, কেউ লাফাচ্ছে তার শরীরের ওপর।

ডিএমপি ও র‍্যাব সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মাহমুদুল হাসান ওরফে মহিন যুবদল নেতা এবং তারেক রহমান ওরফে রবিন নামে একজনের কাছ থেকে বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে। কেরানীগঞ্জ থেকে র‍্যাব আরও দুজনকে গ্রেপ্তার করলেও তাদের নাম প্রকাশ করা হয়নি।

এই ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে বিএনপির অঙ্গ সংগঠনগুলো অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করেছে। যুবদল বহিষ্কার করেছে রজ্জব আলী পিন্টু ও সাবাহ করিম লাকিকে, ছাত্রদল বহিষ্কার করেছে অপু দাসকে এবং স্বেচ্ছাসেবক দল বহিষ্কার করেছে কালু ওরফে স্বেচ্ছাসেবক কালুকে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রকাশ্য দিবালোকে সংঘটিত এ ন্যক্কারজনক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার না হলে সমাজ আরও গভীর অন্ধকারে ডুবে যাবে।” তিনি নিরপেক্ষ তদন্ত ও শাস্তির দাবি জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “ঘটনার পরপরই শক্ত পদক্ষেপ নেওয়া হলেও বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা চলছে, এটি রাজনৈতিক ষড়যন্ত্র।”

হত্যাকাণ্ডের প্রতিবাদে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ফেডারেশন ও ইসলামী ছাত্র আন্দোলন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও পুরান ঢাকায়ও হয়েছে প্রতিবাদ। আজও প্রতিবাদ কর্মসূচি দিয়েছে একাধিক ছাত্র সংগঠন।

ডিএমপি জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।