
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিটফোর্ড ও লালবাগসহ পার্শ্ববর্তী এলাকার কেমিক্যালের দু-একটি দোকান ছাড়া অধিকাংশ দোকান খোলেননি ব্যবসায়ীরা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পুরান ঢাকায় কেমিক্যাল ও রাসায়নিক দ্রব্যের গোডাউন উচ্ছেদ অভিযান পরিচালনার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে ধর্মঘট পালন করছে বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনসহ বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠন।
বৃহস্পতিবার দুপুরে মিটফোর্ড এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
বুধবার অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা করেছে পুরান ঢাকায় অবস্থিত কেমিক্যাল ও রাসায়নিক দ্রব্যের সব ব্যবসাপ্রতিষ্ঠান। বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেইন্ট, ডাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আওতাধীন সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে ব্যবসায়িক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়।
এ ব্যাপারে কথা হয় মিটফোর্ডের ডালাস কেমিক্যালের কর্মচারী সুজিত সরকারের সঙ্গে। তিনি বলেন, ‘মালিক দোকানে আসতে বলছে, তাই সকালে আসি। এ এলাকাসহ লালবাগের অধিকাংশ দোকান খোলেনি। দু-একটি দোকান খুললেও তারা কেমিক্যাল বিক্রি করছে না। কেমিক্যাল দোকানের কর্মচারীরা দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন।’
তিনি বলেন, কাজ না থাকায় পাশের মাঠে (আরমানিটোলা মাঠ) অনেকে ক্রিকেট খেলছেন।
এ ব্যাপারে কথা হয় মিটফোর্ডের হাজী কেমিক্যালের মালিক মো. হাফিজুদ্দীনের সঙ্গে। তিনি রাইজিংবডিকে বলেন, ‘ব্যবসা করার জন্য সরকারের ভ্যাট-ট্যাক্স সব দিই। কোটি টাকার মালামাল কিনে শান্তিতে ব্যবসা করতে পারছি না।’
তিনি বলেন, ‘ট্রেড লাইসেন্সসহ কাগজপত্র ঠিক থাকার পরও ডিএসসিসির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জরিমানাসহ দণ্ড দিচ্ছেন। বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন নির্দেশ দিয়েছে দোকান বন্ধ রাখতে। তাই অধিকাংশ মালিক দোকান বন্ধ রেখেছেন। আমার কিছু জরুরি কাগজ নিয়ে যেতে হবে তাই দোকান খুলেছি।’
এ ব্যাপারে এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন কেমিক্যাল, পারফিউমারি অ্যান্ড অ্যাসিডের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষের পুরান ঢাকায় কেমিক্যাল ও রাসায়নিক দ্রব্যের গোডাউনগুলোয় উচ্ছেদ অভিযান পরিচালনা করার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
তিনি আরো জানান, এ ব্যাপারে আলোচনায় বসার অনুরোধ জানিয়ে গত ১৪ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে চিঠি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী বলেন, অবৈধ রাসায়নিক কারখানার বিরুদ্ধে ডিএসসিসিসহ জেলা প্রশাসন, ফায়ার সার্ভিসের কর্মকর্তরা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কর্মকর্তারা বিভিন্ন অনুষ্ঠানের কাজে ব্যস্ত থাকায় বৃহস্পতিবার অভিযান পরিচালনা করা হয়নি। আগামী কর্মদিবস থেকে অভিযান অব্যাহত থাকবে।
ডিএসসিসি সূত্র জানায়, পুরান ঢাকায় প্রায় ৪০০ অবৈধ কেমিক্যাল কারখানা রয়েছে। এসব কারখানার কোনোটির ট্রেড লাইসেন্স নেই, কোনোটির আবার ফায়ার সার্ভিসের লাইসেন্স নেই, আবার কোনোটির ট্রেড লাইসেন্স থাকলেও মেয়াদ নেই। কোনোটি আবার অন্য ব্যবসার নাম দিয়ে কেমিক্যালের ব্যবসা করছে। এ অভিযান আগামী ২০ মার্চ পর্যন্ত টানা চলবে। এর পরেও ধারাবাহিকভাবে অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।