পুরান ঢাকার ধুপখোলা খেলার মাঠ সংস্কার ও সংরক্ষণের আহ্বান

জবি প্রতিনিধি : পুরান ঢাকার ধুপখোলা খেলার মাঠ সংস্কার ও সংরক্ষণের আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে ভাষা শহীদ রফিক ভবন চত্বরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ভিসি বলেন, ধুপখোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠসহ তিনটি মাঠ রয়েছে। শিক্ষার্থীরা এবং আশপাশের এলাকাবাসী মাঠটি খেলার কাজে ব্যবহার করছেন। ঘনবসতিপূর্ণ পুরান ঢাকায় খেলার মাঠ ও খোলা জায়গা অত্যন্ত জরুরি। পুরান ঢাকার সবচেয়ে বড় মাঠটি শিশুপার্কের নামে বাণিজ্যিকীকরণ করা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং এলাকাবাসীর খেলাধুলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এটা কোনো মতেই কাম্য নয়।

তিনি আরো বলেন, ধুপখোলার এ মাঠটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ। বিশ্ববিদ্যালয়ের জায়গার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিভিন্ন ইনডোর ও আউটডোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে যেতে হবে। এজন্য খোলা মাঠ দরকার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডভুক্ত খেলোয়াড় জোবেরা রহমান লিনু, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মোহা. আলী নূর, ইনডোর গেমস ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আশরাফ-উল-আলম প্রমুখ।

গত ৪ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ইনডোর গেমস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চারটি খেলায় ১৪টি ক্যাটাগরিতে ৩২টি বিভাগের প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সম্প্রতি ধুপখোলা খেলার মাঠে ‘বাণিজ্যিক শিশুপার্ক’ নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ, ইস্ট এন্ড ক্লাব মাঠ ও স্থানীয় খেলার মাঠ হারিয়ে যাবে।

জানা গেছে, আধুনিক শিশুপার্ক নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে নকশা প্রণয়নের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। নকশার কাজও প্রায় সম্পন্ন। ডিসেম্বরের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করার কথা। আগামী বছরের জানুয়ারিতে শিশুপার্ক নির্মাণের কাজ শুরু হবে। ২০১৮ সালের জুলাইয়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাণিজ্যিকভাবে পার্কটি ব্যবহার করা হবে।

এ পার্ক নির্মাণের বিরোধিতা করছেন পরিবেশবাদী, শিক্ষার্থী এবং এলাকাবাসী। তারা বলছেন, বাণিজ্যিক পার্কের চেয়ে খেলার মাঠ বেশি জরুরি। এই মাঠে নিয়মিত খেলাধুলা করেন বিভিন্ন বয়সের তরুণেরা। ঘনবসতিপূর্ণ পুরান ঢাকায় বাণিজ্যিক শিশুপার্ক নির্মাণ করলে উন্মুক্ত স্থান বলতে কিছুই থাকবে না। আর মাঠের চারপাশের সবুজ গাছপালাও থাকবে না। শিশুদের মানসিক বিকাশের নামে মাঠে শিশুপার্ক নির্মাণ না করার দাবি জানান তারা।