পুরান ঢাকার স্ত্রী ও শাশুড়িকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : পারিবারিক কলহে পুরান ঢাকার গেন্ডারিয়ার কোম্পানিগঞ্জে স্ত্রী ও শাশুড়িকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে বেলাল উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার রাতে অ্যাসিড নিক্ষেপের পরপরই দগ্ধ রুবিনা বেগম (৩০) ও তার মা পারভীন বেগমকে (৪৫) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢামেক ক্যাম্প পুলিশ জানায়, কোম্পানিগঞ্জের একটি বাসায় ভাড়া থাকেন রুবিনা বেগম ও তার মা পারভীন বেগম। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তকে গ্রেপ্তারে থানা পুলিশ কাজ করছে।

দগ্ধদের স্বজনেরা জানায়, রাতের খাওয়া শেষ করে রুবিনা খাটে বসেছিলেন। আর তার মা পারভীন খাটে শুয়ে টেলিভিশন দেখছিলেন। এ সময় হঠাৎ ঘরের জালানা দিয়ে অ্যাসিড ছুড়ে মারেন রুবিনার স্বামী বেলাল উদ্দিন। তাদের মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত মা-মেয়েকে সোমবার রাতেই ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করে।

স্থানীয়রা জানায়, রুবিনার স্বামী বেলাল উদ্দিন নেশাগ্রস্ত। দাম্পত্য জীবনে এ নিয়ে কলহ লেগেই থাকত। পারিবারিক কলহের জেরেই তিনি রুবিনার ওপর অ্যাসিড ছুড়ে মারেন।