
নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার আলুবাজারের নর্থ সাউথ রোডে একটি দোকানে বিদ্যুৎস্পৃষ্টে মোবারক হোসেন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মোবারক মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শাহ আলমের ছেলে। তিনি নর্থ সাউথ রোডের আঁখি এন্টারপ্রাইজ নামের একটি স্যানিটারি দোকানে কাজ করতেন ও পাশের একটি গলিতে একটি বাসায় ভাড়া থাকতেন।
জানা গেছে, সকালে বৃষ্টিতে জমে থাকা পানি ঠেলে দোকানে যাচ্ছিলেন মোবারক। এ সময় তিনি একটি বৈদ্যুতিক খুঁটিতে ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হন। সেখানে থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।