পুরান ঢাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় শ্রী নিতাই চন্দ্র পাল ওরফে সূর্যসেন নামে এক পেশাদার বিস্ফোরক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

রোববার বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান জানান, শনিবার রাতে শাখারীবাজারের সামনের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেনকে গ্রেপ্তার এবং তার দেখানো মতে ৭টি প্যাকেটে ৫০ কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতকে রিমান্ডে নিয়ে বিস্তারিত জানা যাবে। সে কোতোয়ালি থানাসহ আশপাশের এলাকায় বিস্ফোরকদ্রব্য বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।