পুরুষ নির্যাতন দমন আইন চেয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : পুরুষ নির্যাতন দমন আইন চেয়ে মানববন্ধন করেছে ‘পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন’ নামের একটি সংগঠন।

বুধবার রাজধানীর ঢাকা মহানগর জজ আদালতের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক শেখ খায়রুল আলম।

শেখ খায়রুল আলমের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় এলাকায়। তিনি নিজে স্ত্রীর নির্যাতনের শিকার হয়েছেন বলে মানববন্ধনে জানিয়েছেন।

এ সময় তিনি ২১ দফা দাবি তুলে ধরেন। পাশাপাশি আগামী ১৯ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাবিতে কমসূচি পালন করবেন বলেও ঘোষণা দেন।