
‘ইন্দু কি জওয়ানি’ ছবিতে সাহসী চরিত্রে আসতে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী। রুপালি পর্দায় সাহসী চরিত্র করলেও প্রেম ও বিয়েতে আস্থা রাখেন একেবারে পুরোনো দিনের প্রেমে।
‘ইন্দু কি জওয়ানি’ ছবিতে কিয়ারা ‘ডেটিং’ অ্যাপের সাহায্যে তাঁর জীবনসঙ্গীর সন্ধান করেন। তবে ব্যক্তিজীবনে এই বলিউড নায়িকা মোটেও এসবে বিশ্বাসী নন। এদিকে কিয়ারাকে বলিউড সুপারস্টার হৃতিক রোশনের প্রেমে দিওয়ানা বলা যায়। তিনি বলেন, “কহো না প্যায়ার হ্যায়” ছবি দেখেই আমি হৃতিকের ভক্ত হয়ে যাই। ওর প্রেমে পড়ি। আমি শুধু হৃতিকের জন্যই ডেটিং অ্যাপ “টিন্ডার”-এ জয়েন করতে পারি।’
তিনি বলেন, ‘আমি পুরোনো দিনের প্রেমে বিশ্বাসী। আমার চিন্তাভাবনায় আজও কিছুটা গোঁড়ামি আছে। তাই আমি ডেটিং অ্যাপের সাহায্যে নিজের জীবনসঙ্গীর সন্ধান কখনোই করব না। তবে এ ধরনের অ্যাপ এখন খুবই জনপ্রিয়। আমার বেশ কিছু বন্ধুবান্ধব আছে, যারা ডেটিং অ্যাপের সাহায্যে তাদের জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছে। এসব ঘটনা আমি খুব কাছ থেকে দেখেছি। তাই আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমার স্বপ্নের রাজকুমার একদিন নিজে থেকেই আমার কাছে ধরা দেবে। আমাকে তাকে খুঁজতে হবে না। তবে সেই রাজকুমার কবে আসবে, তার জবাব সময়ই দিতে পারবে।’
‘ইন্দু কি জওয়ানি’ ছবিতে এক যুবতী মেয়ের জীবনযাপন উঠে আসবে। কিয়ারার বাস্তব জীবনে এই অভিজ্ঞতা কেমন? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের মায়েরা যখন আমাদের সাজগোছ করার অনুমতি দেন তখনই আমরা যৌবনের দরজায় কড়া নাড়ি। কারণ, তার আগপর্যন্ত আমরা লুকিয়ে লুকিয়ে মায়ের কাজল, লিপস্টিক লাগাই।
আমি যখন ক্লাস নাইনে পা দিই, মা আমাকে সাজগোজ করার অনুমতি দেন। আসলে আমার মা খুবই কড়া প্রকৃতির নারী। আজও তিনি আমার ব্যাপারে খুবই রক্ষণশীল। আমি পার্টিতে গেলে জিজ্ঞাসা করেন, কখন বাড়িতে ফিরব। আমি বাড়ির বাইরে থাকলে মা নিয়মিত ফোন করে আমার খোঁজখবর নেন। আমি কোথায় আছি, কখন বাড়ি ফিরব, সব জানতে চান তিনি।’