পুলিশকে ডাচ রাষ্ট্রদূতের ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক : চুরি হওয়া হাতব্যাগ ফিরে পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কুয়েলিনারি। দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ ধন্যবাদ জানান।

ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), কূটনৈতিক পুলিশ, বাংলাদেশ সরকার, কাউন্টার ফটো এবং তাদের বন্ধুরাসহ যারা গত দুই দিন চুরির ঘটনায় সমবেদনা জানিয়েছিলেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার টিমওয়ার্কে ব্যাগটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় একটি অনুষ্ঠানে যোগ দেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত। সেখানে তার হাতব্যাগ চুরি হয়। বুধবার এ ব্যাগ উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার (ডিপ্লোমেটিক) জসিমউদ্দিনের কাছ থেকে হাতব্যাগ বুঝে নেন ডাচ রাষ্ট্রদূত।