পুলিশকে প্রত্যাশিত সেবা দিতে হবে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে হবে পুলিশকে।

বৃহস্পতিবার বিকেলে মিরপুর পুলিশ স্টাফ কলেজে ‘লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্স ফর সিনিয়র পুলিশ অ্যাক্সিকিউটিভ’ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, অপরাধের মাত্রা ও পরিধি ক্রমাগত ব্যাপক হচ্ছে। প্রযুক্তির দ্রুত বিকাশ ও প্রসারও ঘটছে। যা পুলিশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ কে এম শহীদুল হক বলেন, পুলিশের প্রতি জনগণের প্রত্যাশাও বেড়েছে। এ বাস্তবতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ কর্মকর্তাদের আরো জ্ঞানসমৃদ্ধ, দক্ষ ও প্রশিক্ষিত হতে হবে। শুধু প্রশাসক নয়, সেবকও হতে হবে। সেবার মনোভাব নিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। পেশাদারিত্বের সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধি শনাক্ত করে অপরাধ দমন করতে হবে।

অনুষ্ঠানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।