নিজস্ব প্রতিবেদকঃ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) একটি ভ্যানগাড়ি দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ব্যাংকের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া সম্প্রতি ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুস আমিনের কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন। এ সময় ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোশতাক আহমেদ, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী, মো. আকবর আলী মুনসী এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কুদরত-ই-খুদাসহ ইসলামী ব্যাংক এবং ডিএমপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


