পুলিশের উপর হামলা, সাব-ইনেসপেক্টর রিজিয়া আহত

সুমা আক্তার, বিশেষ প্রতিবেদকঃ রাজাধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার কাউন্সিলর অফিসের কাছে চান মিয়ার রিক্সা গ্যারেজে প্রতিনিয়ত জুয়ার আসর বসে। পুলিশের সাব-ইন্সপেক্টর রিজিয়া খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে কয়েকজন জুয়ারীকে প্রেফতার করে। এমন সময় চান মিয়া ও তার লোকজন হামলা চালায় লেডি কনস্টেবলসহ সাব-ইনেসপেক্টর রিজিয়ার টিমের উপর। এতে রিজিয়াসহ আহত হোন কয়েকজন। জনৈক পান দোকানদার জানান, প্রতিদিন এখানে জুয়ার আসর বসে, আর প্রতিদিন পুলিশ তোলাবাজি করে।

তিনি আরও বলেন, পুলিশের ফাড়ির ইনচার্জ মোঃ সবুজ সংযোজন বিয়োজন এ জড়িত আছে।

এ সকল বিষয়ে দক্ষিণখান থানার সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার কোন আভাস পাওয়া যায় নাই। তবে পুলিশ বলছে মামলা প্রক্রিয়াধীন আছে।

৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর এর সাথে মূঠোফোনে কথা বললে তিনি আমাদের প্রতিবেদককে জানান; আমি ঘটনাটি জানি, দক্ষিণখান থানার ওসি সাহেব আমার সাথে ছিলেন। এক প্রশ্নের জবাবে কাউন্সিলর মোতালেব বলেন; আমি আইনের উর্ধে নই, আমার যদি ভুল থাকে আমাকেও আইন শাস্তি দিবে, আমি জুয়ার আসরের বিষয়ে কিছু জানিনা, তবে এখানে মাঝে মাঝে গাঁজার গন্ধ পেয়ে আমি তাদের সতর্ক করে আসছি, বেশ কয়েকবার তাদের সতর্ক করে লাভ হয়নি, তারা নিজেরা স্থানীয় এবং আত্নীয়স্বজন বেশি হওয়ায় তারা এখানে প্রভাব বিস্তার করে আসছে।