পুলিশের এএসআই বিরুদ্ধে মানব পাচার মামলায় গ্রেফতারী পরোয়না

মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরে পুলিশের এএস আই সাহাজুল ইসলামের বিরুদ্ধে মানব পাচারের মামলায় গ্রেফতারী পরোয়না জারী করেছে মেহেরপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সাহাজুল ইসলাম গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের সিরাজুল ইসলাম ওরফে হোসেন মালীথার ছেলে । গাংনী থানার জেলা মেহেরপুর ধ/ঢ়-কং/১৬৫ মামলার বিবরণে জানাগেছে,মেহেরপুরে গাংনী উপজেলার  বাঁশবাড়ীযা গ্রামের সবুজ ও আসাদুলকে  ভাল কাজ  দেবার নাম করে বিদেশে  পাঠায়।তবে আসাদুল ও সবুজ বিদেশে গিয়ে কোন কাজ না পেয়ে আবার দেশে ফিরে আসে।দেশে ফিরে সবুজও আসাদুল মেহেরপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে সাহাজুলের বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী আইনে ৩(১)/৩১(খ)(ঘ)/৩৩/৩৪ ধারায়  সি আর ৪৭/১৬ মামলাটি দায়ের  করেন।মামলার নথি দেখে গত ২০ নভেম্বর সাহাজুলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়না জারী করেছেন মেহেরপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত। তবে সাহাজুল পুলিশ সেপাহী থেকে সদ্য পুলিশের এএসআই পদায়ন পেয়ে র‌্যাবে কর্মরত রয়েছে।
এব্যপারে এএস আই সাহাজুল ইসলাম জানান, মামলার বিরুদ্ধে আমি পিটিশন করেছি শুনানি হলে আমি খালাস পেয়ে যাব  এই মামলায় আমার কিছুই হবেনা ।