পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় রোববার (২৫ জানুয়ারি) রাতে রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— নুরুজ্জামান মিয়া, মানিক মিয়া, সুজন মিয়া, মো. তাজুল, হাবিবুর রহমান ও সামিউল ইসলাম।

পুলিশ জানায়, রোববার রাতে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতার করতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। এ সময় আওয়ামী লীগ নেতা ও তার লোকজন পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা, এসআই মীর কায়েস ও এসআই মমিনুল আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়েছে। অভিযান চালানো হলেও মূল আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আজ সোমবার গ্রেফতারকৃতদের গাইবান্ধা আদালতে পাঠানো হয়েছে।