পুলিশের কাজ পুলিশ করবে

নিজস্ব প্রতিবেদক : বাসচাপায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ও নিরাপদ সড়ক ব্যবস্থার দাবিতে শুক্রবারও শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে, তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানায় পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (রমনা জোন) এইচ এম আজিমুল হক বলেন, সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে। তাদের বেশ কয়েকটি দাবি দাওয়া পূরণে সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে। তাদের এখন উচিৎ রাস্তা ছেড়ে বাসায় চলে যাওয়া, আজ স্কুলও বন্ধ। এইচ এম আজিমুল বলেন, গাড়ি বা লাইসেন্স চেক করা পুলিশের দায়িত্ব। তাই এই কাজ পুলিশকেই করতে দিতে হবে। শুক্রবার সকালে শাহবাগে গিয়ে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা আজও রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিতে জড়ো হতে থাকে।

শিক্ষার্থীদের শাহবাগ মোড় নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়। এ সময় পুলিশের ঊর্ধ্বতনরা এসে তাদের রাস্তা ছেড়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। পরে শিক্ষার্থীরা শাহবাগ ছেড়ে চলে যান। এইচ এম আজিমুল আরো বলেন, গত ৪ দিন ধরে চলা এই আন্দোলনে একটি মহল উসকানি দেওয়ার চেষ্টা করছে। আমরা তাদের বিষয়ে নজরদারী বাড়িয়েছি। তবে শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের অ্যাকশনে যাওয়ার চিন্তা নেই। যেহেতু তাদের বয়স কম তাই আমরা এখন পর্যন্ত বুঝিয়ে তাদের বাসায় ফিরে যাওয়ার জন্য বলছি। কবি নজরুল কলেজের বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী রায়ান কবির সাংবাদিকদের বলেন, ‘ট্রাফিক পুলিশ তাদের নিজেদের কাজ ভালোভাবে করলে আমরা চলে যাব। আমরা সবাইকে দেখাতে চাই, তাদের কাজটা আমরা শিক্ষার্থী হয়ে করতে পারছি কিন্তু তারা পারছে না।’