
মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ীঃ শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের নির্যাতনে বিশ^ চন্দ্র দে (২০) নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় আজ সোমবার সকাল থেকে নালিতাবাড়ীতে শহরে হরতাল-অবরোধ ও টায়ার জালিয়ে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেছে এলাকাবাসী ও নিহতের পরিবার।
বেলা ১২ টার দিকে পরিস্থিতি শান্ত হলে পুলিশ, র্যাবসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যদের শহরে টহল দিতে দেখা গেছে এবং অতিরক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এঘটনায় মৃতের পরিবার ও এলাকায় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী, নিহতের পরিবার সূত্রে, গত কাল রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এএসআই সুমন নেশা জাতীয় জিনিস থাকার সন্দেহে শহরের কাচাড়ী পাড়াস্থ মৃত বিধান চন্দ্র দের ছেলে বিশ^ কে ধরতে ধাওয়া করে উত্তর বাজার এলাকা থেকে আটক করে থানায় নিয়ে যায়। বিশ^র পরিবার জানায়, এসময় পুলিশ তাকে ব্যাপক শাররীকভাবে টর্চার করে। এসময় সে মারাত্বক ভাবে অসুস্থহয়ে পড়লে পরে পুলিশ তাকে থানা থেকে ছেড়ে দেয়। রাত আনুমানিক ২টার তার মৃত্যু হয়। আজ সোমবার সকালে এলাকাবাসী ও তার পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ঘটনার বর্ননা ও সুবিচার দাবী করে। তার কিছু পর হতেই এলাকাবাসী হরতাল-অবরোধ বিক্ষোভ মিছিল করে। পরে পরিস্থিতি শান্ত হলে লাশ ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমান জানান, আমি ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে আমি উদ্ধর্তন মহলকে অবগত করেছি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফসিহুর রহমান জানান, বিষয়টি জেনেছি। আমাদের তরফ থেকে তদন্ত হবে এবং তারা বিচার চাইলে আমরা ব্যবস্থা নেব।