পুলিশের বিশেষ অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার-১

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও দুইটি চাপাতিসহ পলাশ খন্দকার (৪৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ৈখালি এলাকা থেকে তাকে আটক করা হয়। সে বাড়ৈখালি গ্রামের মৃত ফয়েজউদ্দিন খন্দকারের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) কাজী মাকসুদা লিমা জানান, বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও দুইটি চাপাতিসহ পলাশকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।