কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফুদুর আলী ওরফে ফজলু আলী ওরফে রিপন (২৭) নামের এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার হাজীরচর গ্রামে এ ঘটনা ঘটে।
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মো. মকবুল হোসেন মোল্লা জানান, বুধবার দিবাগত রাতে রিপনকে আটক করা হয়। ভোরে উপজেলার হাজীরচর গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে রিপনের অন্য সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি করলে ডাকাত সদস্য রিপন নিহত হন।
তিনি আরো জানান, রিপনের বিরুদ্ধে বাজিতপুর থানায় ১৫টি মামলা রয়েছে। এ সময় চারটি অস্ত্র উদ্ধার করা হয়।