পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখানোর অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রোববার সন্ধ্যায় জেলা পুলিশ লাইনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানায় সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার পবা উপজেলার বড়গাছী গ্রামের কবির খন্দকারের ছেলে মো. মতিন (৫৫) এবং একই উপজেলার কাঞ্চিয়া গ্রামের আবদুল হকের ছেলে মমিনুল ইসলাম (৪৫)। জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান এই তথ্য জানিয়েছেন।

পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখানোর অভিযোগে রাজশাহীতে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।

 

তিনি জানান, জেলা পুলিশ লাইনে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রত্যাশীদের শারীরিক পরীক্ষা চলছিল। সন্ধ্যার দিকে চাকরিপ্রার্থীরা পুলিশ লাইন থেকে বের হচ্ছিলেন। এ সময় এই দুই প্রতারক তাদের চার-পাঁচ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখাচ্ছিলেন।

তাদের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কয়েকজন অভিভাবক পুলিশকে বিষয়টি অবহিত করে। এরপর তাদের আটক করা হয়। পরে তাদের রাজপাড়া থানায় সোপর্দ করা হয়। সোমবার সকালে পুলিশ তাদের আরএমপিও অধ্যাদেশে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।