বিশেষ প্রতিনিধি ঃ রাজধানীর দক্ষিণখান কোটবাড়ী এলাকা থেকে মোশারফের বাড়ী হইতে দক্ষিণখান থানার এ. এস. আই জয়নালের নেতৃত্বে তালাবদ্ধ ঘরথেকে একজোড়া তরুণ-তরুণীকে আটক করেন দক্ষিণখান থানা পুলিশ। সায়মা আক্তার (২২) ও ফায়জুল (২৫) তাদের জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, “আমরা বিবাহ করি নাই, তবে মনে মনে দুইজনে কালেমা বিবাহ করেছি।” দক্ষিণখান থানার পুলিশ ভালকাজের দৃষ্টান্ত স্বরুপ
উভয়পক্ষের গার্ডিয়ানকে ডেকে বলেছে এদের বিরুদ্ধে মামলা দিয়ে দিব। গার্ডিয়ান পক্ষ ওসি তপন চন্দ্র সাহাকে বলেন, “আমরা উভয়পক্ষ রাজি থেকে সরা-শরিয়ত মোতাবেক কাবিন নামা মূলে দুইজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে চায়।” ওসি তপন বলেন, “আপনাদের মুসলমান ধর্মে যাহা আছে আল্লাহর হুকুম মতো তাহা করলে আমাদের কোন আপত্তি নাই। পুলিশ ও ভালকাজের দৃষ্টান্ত স্থাপন করতে পারে।” এটি একটি বিরল ঘটনা। বিবাহ
অনুষ্ঠানে সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ বিষয়টি ক্রাইম পেট্রোল বিডি’কে নিশ্চিত করেন এ. এস. আই জয়নাল। দক্ষিণখানের কাজী জাকির হোসেন সুত্রে জানা যায় এক লক্ষ টাকা দেনমোহরে বিবাহের কাজ শেষ করেন ওসি তপন চন্দ্র সাহা।


