
নিজস্ব প্রতিবেদক : পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে চার জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দিবাগত রাতে ডিবির একটি দল রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, পুলিশের এসপি, ওসি, ডিএসবিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিল, স্ট্যাম্প ও বিভিন্ন দ্রব্য জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান। তিনি জানিয়েছেন এ বিষয়ে আজ রোববার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।