
নিজস্ব প্রতিবেদক : পুলিশ প্রধানদের সম্মেলন পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- এমন আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সকালে ঢাকার সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী ‘চিফ অব পুলিশ কনফারেন্স অব সাউথ এশিয়া অ্যান্ড নেইবারিং কান্ট্রিস অন রিজিওনাল কো-অপারেশন ইন কার্ভিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন ঘোষণার সময় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সম্মেলনে ১৪টি দেশের পুলিশ প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
আসাদুজ্জামান খান বলেন, এই সম্মেলন বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। জঙ্গিবাদ, অভ্যন্তরীণ সন্ত্রাস ও আন্তর্জাতিক অপরাধ দমনে একসঙ্গে কাজ করতে এটি অবদান রাখবে।
তিনি বলেন, বাংলাদেশে কিছু হোম গ্রোন (দেশের ভেতরেই গড়ে ওঠা) জঙ্গি রয়েছে, যারা বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। তবে বাংলাদেশ পুলিশ ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সাফল্যের সঙ্গে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে। গুলশান হামলার সময় অনেক জিম্মিকে তারা উদ্ধার করেছে।
এই কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দক্ষিণ এশিয়ান ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোর তথ্য ও অভিজ্ঞতা বিনিময় ঘটবে; যা ভবিষ্যতে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে কাজে লাগবে।
উদ্বোধন শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, ১৪টি দেশ ও ৬টি সংস্থা এই সম্মেলনে অংশ নিয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সব দেশের সঙ্গে আলোচনা হবে। শেষের দিন জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনসহ আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধের কর্মপন্থা নির্ধারণ করে ‘যৌথ ঘোষণা’ সই করা হবে।