
১০ ডিসেম্বর ঢাকার একটি হোটেলে জমকালো আয়োজনে উপমহাদেশের অন্যতম সম্মানজনক মিউজিক অ্যাওয়ার্ডের আসন ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২০’-এ ‘পাসওয়ার্ড’ নামে একটি আধুনিক গান লেখার জন্য শ্রেষ্ঠ গীতিকার হলেন দেওয়ান লালন আহমেদ; যিনি বাংলাদেশে পুলিশের পুলিশ সুপার। দেওয়ান লালনের হাতে শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার তুলে দেন সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী। তার আরও একটি গানের মিউজিক ভিডিও নির্মাণের জন্য শ্রেষ্ঠ ভিডিও নির্মাতা হিসেবে সম্মাননা পেয়েছেন চন্দন রায় চৌধুরী।
বাংলাদেশ পুলিশের ‘এসপি’ দেওয়ান লালন আহমেদ ২৪তম বিসিএস এ পুলিশে নিয়োগ পান। তিন শতাধিক গান লেখার পাশাপাশি তিনি সৃজনশীল একাধিক বইও লিখেছেন। ২০১৬ সাল থেকে অমর একুশে বই মেলায় তার লেখা ‘বাবার চোখে মুক্তিযুদ্ধ’, ‘পুলিশের খেরোখাতা’ (দুই কিস্তি), ‘বিতং বনে বনবনিয়ে’ (শিশুতোষ)সহ একাধিক বই প্রকাশ পেয়েছে।
দেওয়ান লালন বলেন, গীতিকার হিসেবে এটাই আমার প্রথম অর্জন। বাংলাদেশ পুলিশের কর্মকর্তা হয়েও সংগীতে অবদান রেখে ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২০’ অর্জন করায় নিজেকে গর্বিত মনে করছেন দেওয়ান লালন আহমেদ। পাশাপাশি তার এই অর্জনে বাংলাদেশ পুলিশেরর জন্যেও গৌরবের বলে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, মুন এবং লুমিন চমৎকারভাবে গানটি দর্শকদের কাছে পরিবেশন করেছেন।‘পাসওয়ার্ড’ গানের সুর সংগীত অটোমলাল মুনের এবং কণ্ঠ দিয়েছেন ফিডব্যাক ব্যান্ডের লুমিন রহমান। এ সাফল্যের অংশীদার তারাও উল্লেখ করেন । তাদের কাজে সবসময় আন্তরিকতা ও যত্ন খুঁজে পাই। আর চ্যানেল আইয়ের মতো প্ল্যার্টফম আমাকে সম্মাননা দিয়েছে এটা আমার জন্য সত্যি গর্বের। এই সম্মাননা আগামীতে আরও গান তৈরির অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সবার প্রতি কৃতজ্ঞতা।