নিজস্ব প্রতিবেদক : পুলিশ হেফাজতে নিয়ে নির্যাতন করে জনিকে হত্যার অভিযোগের মামলায় বুধবার মামলার বাদী ও নিহত জনির ছোট ভাই ইমতিয়াজ হোসেন রকি ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে তাদের ওপর নির্যাতনের বর্ণনা দিয়েছেন।
রকি বলেছেন, এসআই জাহিদ ও অপর আসামিরা আমাদেরকে পল্ল¬বী থানা হাজতে নিয়ে হকিস্টিক ও ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে বেদম প্রহার করে। জনির বুকের ওপর দাঁড়িয়ে লাফালাফি করে এসআই জাহিদ। জনি একটু পানি খেতে চাইলে জাহিদ তার মুখে থুথু দেয়। ডাক্তার আমাদেরকে হাসপাতালে ভর্তি করানোর কথা বললেও পুলিশ তা করেনি। রকির আংশিক জবানবন্দি গ্রহণ করে অবশিষ্ট জবানবন্দি গ্রহণের জন্য বিচারক আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন।
এর আগে দুই ভাইকে নির্যাতনের বর্ণনা গত ২৭ আগস্ট আদালতে দেন রকি। মামলায় আপোষ করার জন্য জাহিদের মা দুই লাখ টাকা দেওয়ার প্রস্তাব করেছেন বলে সেদিন রকি আদালতকে জানান।
এ মামলায় গত ১৭ এপ্রিল এসআই জাহিদসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
মামলার অপর আসামিরা হলেন, একই থানার এসআই রাশেদুল ইসলাম ও এসআই কামরুজ্জামান মিন্টু এবং পুলিশের সোর্স রাশেদ ও সুমন।
পুলিশ হেফাজতে নির্যাতন করে জনিকে মারার অভিযোগে ২০১৪ সালের ৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়।
ওইদিন আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। গত বছর ১৭ ফেব্রুয়ারি মহানগর হাকিম মারুফ হোসেন বিচার বিভাগীয় তদন্ত শেষে ৫ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন।