পূজামণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এ বছর সারা দেশে ৩২ হাজার ১৬৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সুষ্ঠু শৃঙ্খলা ব্যবস্থার উদ্যোগ নেবে।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ গুজব রটালে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক করার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, গতবছর কুমিল্লায় একটি পূজামণ্ডপে কোরআন শরীফ রাখা নিয়ে যে ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতেই কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার এ বছর।