পূর্বজন্ম বলে কি সত্যিই কিছু হয়

পূর্বজন্ম বলে কি সত্যিই কিছু হয়? আর জাতিস্মর? আমরা সকলেই কি অল্পবিস্তর নই? আমাদের সকলেরই রয়েছে এমন কিছু অভিজ্ঞতা, স্মৃতি বা এমন কিছু দেখা স্বপ্ন যার সঙ্গে বর্তমান জীবনকে মেলাতে পারি না। জেনে নিন এমনই এক ডজন লক্ষণ যা থেকে বোঝা যেতে পারে আপনার পূর্বজন্ম থেকে থাকলেও থাকতে পারে।