পূর্বাচল উপশহর থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

এস.এম.নাহিদ: রূপগঞ্জের পূর্বাচল থেকে দেলোয়ার হোসেন (৪৬) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে একটি ছুরি।শনিবার (১২ই এপ্রিল) সকালে স্থানীয় লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত দেলোয়ার হোসেন নয়ন কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া গ্রামের আবু সাঈদের ছেলে।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, শনিবার সকালে উপজেলার পূর্বাচলের ১নং সেক্টরের ৮নং প্লটে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটির পরিচয় পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।