পূর্ব সফল বাতিল হওয়ায় এপ্রিলে ভারতে যাবেন বরিস

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ভারত সফরে যাচ্ছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে গত সোমবার (১৬ মার্চ) জানিয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসনের অফিসের এক বিবৃতিতে জানানো হয়েছে আগামী এপ্রিলের শেষ সপ্তাহে এ সফরে যেতে পারেন।

আর আগেও ভারতের প্রজাতন্ত্র দিবসে গত ২৬ জানুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। সেই সময় করোনার ২য় স্ট্রেনের আঘাত হানে যুক্তরাজ্যে, বেড়ে যায় আক্রান্তের সংখ্যা। সে কারণে তখন ভারত সফল বাতিল করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাই আগামী এপ্রিলে সেই সফরে হবে জানায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়। ব্রেক্সিটের পরে এই প্রথম কোনো দেশে সফর করবেন জনসন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে বিশেষজ্ঞদের বক্তব্য। ব্রেক্সিটের পর দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে নতুন করে অঙ্ক সাজাতে হচ্ছে জনসনকে। এখন আর ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যনীতির অংশ তিনি নন।

বরিস জনসন জানিয়েছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাণিজ্যের নতুন সমীকরণ তৈরি করতে চাইছেন তিনি। এবং সেখানে ভারত গুরুত্বপূর্ণ সঙ্গী। আগামী এপ্রিলে সেবিষয়ে দীর্ঘ আলোচনা হতে পারে।