পৃথিবীতে গত এক বছরে ৪৩৮ জনকে ফাঁসি দেওয়া হয়েছেঃ অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে ২০২০ সালে বিশ্বজুড়ে ৪৮৩ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। তার ৮৮ ভাগ কর্যক্রর হয়েচে মধ্যপ্রাচ্যের ৪ টি- সঊদি আরব, ইরান, ইরাক ও মিসরে।

বুধবার সংস্থাটি তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে।

করোনা মহামারির মধ্যেও দেশগুলোতে সর্বোচ্চ সাজা কার্যকরের সিদ্ধান্তের নিন্দা জানায় অ্যামনেস্টি। অবশ্য সঠিক সংখ্যা না জানানোয় চীনকে এ তালিকায় অন্তর্ভুক্ত করেনি সংস্থাটি। ধারণা করা হয়, বছরে হাজারের ওপর মৃত্যুদণ্ড কার্যকর করে এশিয়ার দেশটি।

বিবৃতি অনুসারে গেলো বছর ২৪৬ জনের ফাঁসি কার্যকর করেছে ইরান। এরপরই রয়েছে মিসর, এক বছরে বাস্তবায়ন করেছে ১০৭ জনের মৃত্যুদণ্ডাদেশ। এছাড়া, ইরাকে ৪৫ এবং সৌদি আরবে ২৭ জনের ফাঁসি কার্যকর করেছে সরকার।