পেট্রোল পাম্প ভাঙচুর; অনির্দিষ্টকালের ধর্মঘট

সিরাজগঞ্জে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের মালিকানাধীন পেট্রোল পাম্প ভাঙচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।

 

রোববার সকাল থেকে এ ধর্মঘট শুরু করেছেন ট্যাংকলরি শ্রমিকেরা। ফলে উত্তরবঙ্গে জ্বালানি তেল সরবরাহের প্রধান ডিপো বাঘাবাড়ি থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে।

 

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ জানান, পেট্রোল পাম্পে হামলাকারীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে কোনো শ্রমিক জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ করবে না।

 

শুক্রবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলায় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের মালিকানাধীন একটি পেট্রোল পাম্প ভাঙচুর করে একটি রাজনৈতিক দলের সমর্থকরা। এই ঘটনার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাহজাদপুরের বাঘাবাড়িতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখেন ট্যাংকলরি শ্রমিকেরা।