ক্রীড়া ডেস্ক : পেপ গার্দিওলার আমলে বার্সেলোনায় সেরা সময় কাটিয়েছেন লিওনেল মেসি। গার্দিওলা বার্সেলোনার ছাড়ার পর স্বরূপে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন সুপারস্টারকে!
তাদের জুটির অভাব অনুভব করছে ফুটবল বিশ্ব। সবশেষ চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) বিপক্ষে মেসিদের ৪-০ গোলের হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না সমর্থকরা। ক্লাব সমর্থকদের দাবী লুইস এনরিককে সরিয়ে গার্দিওলাকে ফিরিয়ে আনা হোক। কিন্তু সেই সুযোগটি কি আদৌ আছে?
পেপ গার্দিওলা সরাসরি বলে দিলেন,‘বার্সেলোনায় তার ফেরা সম্ভব না।’ এ হিসেবে মেসি যদি বার্সেলোনা ছাড়ে তাহলে গার্দিওলার সঙ্গে আবারও জুটি বাঁধা সম্ভব। প্রশ্ন হচ্ছে, মেসি কি বার্সেলোনা ছাড়বেন? মেসি চাইছেন গুরু গার্দিওয়ালা বার্সেলোনায় ফিরে আসুক। অন্যদিকে ইংলিশ ক্লাব ম্যানসিটি মেসিতে পেতে যেকোনো মূল্য দিতেও প্রস্তুত। কিন্তু মেসির বার্সেলোনা ছাড়া প্রায় অসম্ভব। মেসি নিজেও বারবার বলেছেন, ‘আমার স্বপ্ন আমি আমার ক্যারিয়ার বার্সেলোনায় শেষ করব।’ বার্সেলোনায় ফিরে যাওয়া নিয়ে গার্দিওলা বলেছেন, ‘আমি কখনোই কোচ হিসেবে বার্সেলোনায় ফিরব না। বার্সেলোনায় আমার অধ্যায় শেষ।’
গুরু-শিষ্য নিজেদের জায়গায় অটুট। বার্সেলোনা মেসির আবেগের জায়গায়। অন্যদিকে গার্দিওলা ম্যানসিটিকে নিজের মত করে গুছিয়ে নিয়েছেন। এ হিসেবে ফের মেসি-গার্দিওলা এক হওয়া অসম্ভব!