পেরুতে একটি দ্বিতল বাস উল্টে কমপক্ষে নয়জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পেরুতে একটি দ্বিতল বাস উল্টে কমপক্ষে নয়জন নিহত হয়েছে। রোববার রাজধানী লিমায় প্রেসিডেন্ট ভবন থেকে কয়েক মাইল দূর এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এপিকে সিজার সুইটো নামের এক অগ্নিনির্বাপন কর্মী বলেছেন, ‘বাসটি সেরো সান ক্রিস্টোবাল থেকে আসছিল। কী কারণে বাসটি উল্টে গেল তা জানা যায়নি। আমরা ২৫ থেকে ৩০ জন আহতকে হাসপাতালে পাঠিয়েছি চিকিৎসার জন্য।’

তবে অন্য সরকারি কর্মকর্তারা আহতের সংখ্যা ২৫ বলে নিশ্চিত করেছেন। এদের মধ্যে একজন কানাডীয় ও একজন চিলির নাগরিক রয়েছেন।

পেরুর স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, যাত্রীদের নগরীর সৌন্দর্য্য দেখাতে সান ক্রিস্টোবাল পাহাড়ে দিকে যাত্রাকারী লোকাল বাসটি অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল।