ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর নাম তুলতেই ফুটবলপ্রেমীরা দুই ভাগে বিভক্ত। তাদের মধ্যে কে সেরা? এ প্রশ্ন উঠতেই চায়ের কাপে ঝড় ওঠে। শুরু হয় তর্ক-বিতর্ক!
শুধু কি ফুটবলপ্রেমীরা বিভক্ত। মোটেও না! ফুটবলের প্রাক্তন তারকারাও একই প্রশ্নের উত্তরে বিভক্ত। কেউ বলছেন মেসি সেরা, কেউ বলছেন রোনালদো সেরা। কে সেরা সেই উত্তর একেকজন দিয়েছেন একেকভাবে। তবে ব্রাজিলের কিংবদন্তি পেলে মনে করেন পর্তুগালের সুপারস্টারের থেকে লিওনেল মেসি ভালো খেলোয়াড়। পেলের বিশ্বাস, শেষ ১৫ বছরে ফুটবল অঙ্গনে যারাই খেলেছে তাদের মধ্যে আর্জেন্টাইন সুপারস্টার মেসিই সেরা।
তিনবারের বিশ্বকাপজয়ী পেলে ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলার। মেসি ও রোনালদোকে নিয়ে যে লড়াই হচ্ছে পূর্বে সেই লড়াইটি হতো পেলে ও ম্যারাডোনার মধ্যে। তাদের মধ্যেও কে সেরা- সেই উত্তর নিয়ে এখনো চলে জল্পনা-কল্পনা। তবে নিজেদের সময়কার লড়াই নিয়ে পেলে এখন এতটা মাথা ঘামান না। আধুনিক ফুটবলে বেশি মনোযোগী পেলে। মেসিকে সেরা দাবি করে পেলে বলেন, ‘শেষ ১০-১৫ বছরে অনেক খেলোয়াড়কে দেখেছি। তাদের নামও বলতে পারব। কিন্তু আমি মনে করি মেসি তাদের সবার থেকে সেরা। ধারাবাহিকভাবে প্রতিবছর পারফর্ম করে যাচ্ছে ও।’
রোনালদোকে নিয়ে তার বক্তব্য, ‘রোনালদোর কথাও বলব। সে ভালো ফুটবলার। কিন্তু মেসির পরে তার নাম আসবে। মেসি পূর্ণাঙ্গ খেলোয়াড়, গোল করার ক্ষমতাও অসাধারণ।’