পেশাদারিত্বের সঙ্গে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে হবেঃ আইজিপি

নিজস্ব প্রতিবেদক : বুধবার এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সহেলী ফেরদৌস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠান হয়। এ সময় পুলিশ প্রধান বলেন, ‘বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশের অবদান বিশ্বব্যাপী প্রশংসিত। সাফল্যের এ ধারাবাহিকতা ধরে রাখতে পেশাদারিত্ব, শৃঙ্খলাবোধ ও উঁচুমানের নৈতিকতা বজায় রেখে কাজ করতে হবে।’

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পেশাদারিত্বের সঙ্গে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে হবে। কেননা, পুলিশের অবদান এখন বিশ্বব্যাপী প্রশংসা পাচ্ছে।

পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

আইজিপি মিশন সংশ্লিষ্ট প্রশাসনিক, লজিস্টিকস, ওয়েলফেয়ারসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বিদেশে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করারও নির্দেশ দেন আইজিপি।

উল্লেখ্য, বর্তমানে সুদানের দারফুর, ডিআর কঙ্গো, মালি, হাইতি, দক্ষিণ সুদান এবং লাইবেরিয়ায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ৭৫ জন নারী সদস্যসহ ৭৮৪ সদস্য পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।