
বিনোদন ডেস্ক : সিদ্ধার্থ মালহোত্রা ও জ্যাকলিন ফার্নান্দেজ জুটির পরবর্তী সিনেমা রিলোডেড। গতকাল বৃহস্পতিবার একটি গানের শুটিংয়ের মধ্যে দিয়ে সিনেমার শুটিং শেষ হয়। আর গানটিতে পোল ড্যান্সার হিসেবে অভিনয় করেছেন জ্যাকলিন।
এ প্রসঙ্গে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, “গানটির শিরোনাম ‘চন্দ্রলেখা’, মুম্বাইয়ে গত তিনদিন ধরে নাইট ক্লাবের আদলে তৈরি সেটে এই গানের শুটিং করা হয়েছে। গানটির শুটিং যেন ঠিকঠাক হয় এজন্য শুটিংয়ের আগে পোল ড্যান্স শিখেছেন জ্যাকলিন।”
গানটির কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। কিছুদিন আগে কাপুর অ্যান্ড সন্স সিনেমার ‘কার গায়ি চুল’ গানের জন্য বলিউডের সবচেয়ে সম্মানজনক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা কোরিওগ্রাফারের পুরস্কার জিতেছেন তিনি।
রিলোডেড সিনেমাটি পরিচালনা করছেন রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকে। মুম্বাই, ব্যাংকক, মিয়ামিতে সিনেমাটির শুটিং করা হয়েছে। আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।