নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে একটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে ২৫ শ্রমিক আহত হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে শিল্পাঞ্চলের জিরাবো পুকুরপাড় এলাকায় কন্টিনেন্টাল গ্রুপের একটি কারখানায় এ ঘটনা ঘটে। আহত শ্রমিকদের সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, কন্টিনেন্টাল গ্রুপের কারখানার তৃতীয় তলায় ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় সামান্য আগুন ধরে যায়। শ্রমিকরা বিষয়টি দেখে আগুন আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে যায়। এতে প্রায় ২৫ জন শ্রমিক আহত হলে তাদের সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে কারখানা কর্তৃপক্ষ।
খরব পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়।