পোষাক কারখানার ১৩৫ জন শ্রমিককে ছাটাই

 সাভার : মজুরি বৃদ্ধির দাবিতে অসন্তোষ সৃষ্টি করায় আশুলিয়ায় ফাউন্টেন গার্মেন্টস লিমিটেড নামের একটি পোষাক কারখানার ১৩৫ জন শ্রমিককে ছাটাই করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ছাটাইকৃত শ্রমিকদের নামের তালিকা প্রকাশ করেছে ওই কারখানা কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানাটির এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, সিসিটিভির ফুটেজ দেখে বিশৃংখলাকারীদের সনাক্ত হয়েছে। তারপরই তাদের ছাটাইয়ের সিদ্ধান্ত  হয়।

গত বুধবার সকালে আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ তুলে শ্রমিকদের নামে একটি মামলাও দায়ের করেছে কারখানা কর্তৃপক্ষ।

মামলায় ১৮ জন শ্রমিকের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৬০ জন শ্রমিককে আসামি করা হয়েছে।