নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পোস্তায় একটি টিনশেড ঘরে আগুন লেগে একই পরিবারের দগ্ধ চারজনের মধ্যে এক শিশু মারা গেছে।
মারা যাওয়া শিশু হলো সানজিদা জুঁই (২)। তার শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছিল।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেন।
গত ২২ সেপ্টেম্বর রাত ৩টার দিকে পোস্তার চামড়াপট্টি এলাকায় ওই ঘরে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। তবে আগুনে দগ্ধ হন রেজাউল করিম (২৭), তার স্ত্রী রানী (২২), মেয়ে আনিকা (৩) ও সানজিদা জুঁই (২)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, রেজাউলের শরীর ১৪ শতাংশ, রানীর ২৬ শতাংশ, আনিকার ২৬ শতাংশ পুড়ে গেছে।