পৌরসভার রাস্তার কাজে মানহীন ইটের খোয়া দিয়ে সি সি ঢালাইয়ের কাজ

তরিকুল ইসলাম হৃদয়, চরফ্যাসন (ভোলা): বিশ্ব ব্যাংকের সিটিআইটি (CTIT) প্রজেক্টের আওতায় চলমান কাজ চরফ্যাশন পৌরসভা ৪ নং ওয়ার্ডের ভদ্র পাড়া,স্টেডিয়ামের পেছনের রাস্তার সি সি ঢালাইয়ের কাজ চলমান।

চলমান এই কাজ একেবারেই মানহীন। চলছে মানহীন ইটের খোয়া দিয়ে কাজ। তাও আবার এক বস্তা সিমেন্টের সাথে ৯/১০টা করে খোয়া, ৮টা করে বালু মিশিয়ে ঢালাইয়ের কাজ চলছে। এই বিষয়ে পি ডি অফিসের দায়িত্বপ্রাপ্ত সিটিআইটি CTIT প্রজেক্ট অফিসার মাইনুল সাহেবের কাছে জানতে চাইলে, তিনি ক্যামেরা দেখে পালিয়ে যান।

পরবর্তীতে ঠিকাদারি প্রতিষ্ঠান মনির এন্টারপ্রাইজের ইঞ্জিনিয়ার সজীব সাহেবের কাছে জানতে চাইলে তিনি বলেন,মালের রেশিও ঠিক রাখার জন্য ৫/৬টা মেশানো যায়। কিন্তু ভুলে মনে হয় লেবাররা ৯/১০টা করে খোয়া, বালু মিশিয়ে ফেলছে। তবে কাজের সাইডে পৌরসভার দায়িত্ব প্রাপ্ত ইঞ্জিনিয়ার সজীব সাহেব উপস্থিত ছিলেন।

তিনি বলেন, এদেরকে একাধিকবার বলার পরেও এরা শুনতেছে না। এই রাস্তার বরাদ্দের কথা জানতে চাইলে তিনি বলেন প্রায় ২ কোটি টাকার কাছাকাছি। এখন প্রশ্ন হচ্ছে এত বরাদ্দ থাকার পরেও এই রাস্তার কাজ কেন এত মানহীন।