
শাস্ত্র মতে, পৌষমাসে বিয়ে হলে কন্যা আচারভ্রষ্টা ও স্বামী বিয়োগিনী হতে পারেন৷ তাছাড়া বহু যুগ ধরেই দেখা যায় পৌষ মাসে দেশের মানুষ নানা কাজে ব্যস্ত থাকে৷ বিশেষ করে পৌষ মাসে ধান ও নানা ধরনের ফসল উঠত৷ এই ধান কাটা এবং তা ঝাড়াই বাছাই করে সারা বছরের জন্য সঞ্চয় করে রাখার কাজে নিয়োজিত থাকত হত সমাজের নানা স্তরের মানুষকে৷ ফলে এই মাসে বিয়ের ব্যবস্থা করার মতো ফুরসৎ পেত না মানুষ৷ সেই সব দিক থেকে বিচার করে এই মাসে বিবাহ নিষিদ্ধ করেছিলেন সে যুগের সমাজপতিরা৷