
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে তুলনামূলক ছোট ব্যবসায়ীরা প্যাকেজ পদ্ধতিতে ভ্যাট (মূল্য সংযোজন কর) দিয়ে এলেও এটির আইনগত সমর্থন নেই বলে মন্তব্য করেছেন রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।
তিনি বলেন, প্যাকেজ ভ্যাট অস্পষ্ট ধারণা। এর আইনগত সমর্থন নেই। মুখে মুখে হিসাবের ভিত্তিতে এটি চলমান ছিল।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের সঙ্গে মতভেদ নিয়ে আলোচনা চলছে। দোকান মালিক সমিতির ক্ষুদ্র একটি প্রতিনিধি দল এটি নিয়ে বক্তব্য দিচ্ছে। যারা মাঠে নামছেন তাদের ওপর ভ্যাট নেই। বছরে ৩০ লাখ টাকার ওপরে বিক্রি হলেই কেবল এর ওপর ভ্যাট দিতে হবে। নতুন ভ্যাট আইন বিনিময় মূল্য বিবেচনা করবে। আগামী জুলাই থেকেই নতুন ভ্যাট আইন কার্যকর হবে।
এ সময় এনবিআরের সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন ও রেজাউল হাসান নতুন ভ্যাট আইনের বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে বক্তব্য তুলে ধরেন।
গত কয়েক বছর ধরেই তুলনামূলক ছোট ব্যবসায়ীরা বার্ষিক একটি নির্দিষ্ট পরিমাণ বিক্রি ধরে এর ওপর এককালীন নির্দিষ্ট পরিমাণ ভ্যাট দিয়ে আসছিলেন। আগামী জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন ভ্যাট আইনে প্যাকেজ ভ্যাট ব্যবস্থা থাকছে না। অন্যদিকে গত দুবছরে এটি কয়েকগুণ বাড়ানো হয়েছে।
গত বাজেটে ঢাকাসহ সিটি করপোরেশন এলাকায় দ্বিগুণ বাড়িয়ে এটি ২৮ হাজার টাকা করা হয়। এসব ইস্যুতে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের মতবিরোধ চলছে। এর পরিপ্রেক্ষিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ইতিমধ্যে দুই দফা ধর্মঘটও পালন করেছেন। ফের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘোষণাও রয়েছে।
তাদের দাবি, প্যাকেজ ভ্যাট ব্যবস্থা আইনগতভাবে বহাল রাখা এবং এটি সহনীয় পর্যায়ে নামিয়ে আনা। এটি সমাধানের উপায় খুঁজতে বর্তমানে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা চলছে।