আন্তর্জাতিক ডেস্কঃ সদ্য ফাঁস হওয়া প্যান্ডোরা পেপারসে ৭০০ জনের বেশি পাকিস্তানির নাম এসেছে। তাঁদের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার সদস্যসহ ঘনিষ্ঠ বৃত্তের লোকজন রয়েছেন। আজ সোমবার পাকিস্তানের দ্য ডন পত্রিকার অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
করস্বর্গ হিসেবে পরিচিত দেশ-অঞ্চলের কোম্পানিতে বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিরা যে অর্থ রেখেছেন, গোপন লেনদেন করেছেন, তার তথ্য ফাঁস হয়েছে। এর নাম দেওয়া হয়েছে প্যান্ডোরা পেপারস। গার্ডিয়ান, বিবিসিসহ কয়েকটি সংবাদমাধ্যম ওই সব কোম্পানির ১ কোটি ১৯ লাখ নথি বিশ্লেষণ করে এসব তথ্য প্রকাশ করেছে।
We welcome the Pandora Papers exposing the ill-gotten wealth of elites, accumulated through tax evasion & corruption & laundered out to financial "havens". The UN SG's Panel FACTI calculated a staggering $7 trillion in stolen assets parked in largely offshore tax havens.
— Imran Khan (@ImranKhanPTI) October 3, 2021
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, প্যানডোরা পেপারসে পাকিস্তানের প্রভাবশালীদের মধ্যে নাম রয়েছে অর্থমন্ত্রী শওকত তারিন, পানিসম্পদমন্ত্রী মুনিস এলাহি, সিনেটর ফয়সাল ভাওদা, মুসলিম লিগ (এন) নেতা ইশহাক দারের ছেলে আলি দার, পিপিপি নেতা শারজিল মেমন, শিল্পমন্ত্রী খুসরো বখতিয়ারের পরিবার, পিটিআই নেতা আব্দুল আলিম খান প্রমুখের। এদের মধ্যে অনেকেই ইমরান খানের ঘনিষ্ঠ বলে পরিচিত।
প্যানডোরা পেপারসে পাকিস্তানের ক্ষমতাসীন দলের একাধিক নেতার নাম আসার জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিরোধী দল মুসলিম লিগ (নওয়াজ)। রোববার (৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব আহসান ইকবাল বলেছেন, প্যানডোরা পেপারসে ইমরান খানের নাম ছড়ানোয় আর প্রধানমন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার নেই।
তিনি অভিযোগ করেছেন, ইমরান খান নিজেকে দুর্নীতিবিরোধী অভিযানের চ্যাম্পিয়ন দাবি করেন, অথচ নিজেই বিদেশি উপহারের তথ্য গোপন করেছেন।
My over-two decades struggle has been premised on the belief that countries are not poor but corruption causes poverty because money is diverted from being invested in our people. Also, this resource-theft causes devaluation, leading to thousands of poverty-related deaths.
— Imran Khan (@ImranKhanPTI) October 3, 2021
অভিযুক্ত সবার বিষয়ে তদন্তের আশ্বাস
বিরোধীরা পদত্যাগ দাবি করলেও ইমরান খান প্রতিশ্রুতি দিয়েছেন, প্যানডোরা পেপারসে নাম আসা সব পাকিস্তানি নাগরিকের বিষয়ে তদন্ত করা হবে। তিনি বলেছেন, কোনো অন্যায় হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
অভিজাতদের বেআইনি অর্থপাচারের তথ্য সামনে আনায় প্যানডোরা পেপারসের তদন্তকারীদের ধন্যবাদও জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদাহরণ দিয়ে ইমরান খান বলেছেন, এটি যেভাবে ভারতের সম্পদ লুণ্ঠন করেছিল, এখন উন্নয়নশীল বিশ্বের শাসকগোষ্ঠীগুলোও একই কাজ করছে। দুর্ভাগ্যবশত ধনী রাষ্ট্রগুলো এই বিশাল লুটপাট প্রতিরোধ বা লুটের অর্থ ফেরত দিতে আগ্রহী নয়।
সূত্র: জিও নিউজ, দ্য ন্যাশন


