বিনোদন ডেস্ক : হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। রেড কার্পেট ছেড়ে গত শনিবার প্যারিসে পপকর্ন বিক্রি করলেন এ অভিনেত্রী।
দ্য লস্ট ইন ট্রান্সলেশন খ্যাত অভিনেত্রী ফ্রান্সের ঐতিহ্যবাহী নীল ও সাদা ডোরাকাটা পোশাক পরে ক্রেতাদের কাছে পপকর্ন বিক্রি করেন।
সস্প্রতি স্বামী রোমেন ডোরিয়াক এবং স্কারলেট মিলে প্যারিস শহরের মারাইস জেলায় একটি পপকর্ন স্টোর চালু করেন। সেখানেই তিনি পপকর্ন বিক্রি করেন।
পপকর্ন স্টোরের চালু প্রসঙ্গে লস অ্যাঞ্জেলেসে স্কারলেট জোহানসনের মূখপাত্র জানান, পপকর্নের প্রতি তার অনেক আগ্রহ রয়েছে। এছাড়া এই পপকর্নগুলো রান্না করা এবং এতে মৌসুমী বিভিন্ন উপাদানের মিশ্রণ রয়েছে।
শনিবার অনাড়ম্বরভাবে চালু হলেও পরবর্তীতে অনেক বড় পরিসরে স্কারলেট জোহানসনের পপকর্ন স্টোরের উদ্বোধন হবে বলে জানা গেছে।